জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু সে কখনো যুদ্ধ করেননি: শেখ হাসিনা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন কিন্তু তিনি যুদ্ধ করেননি।
তিনি বলেন, জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার। কিন্তু তিনি পাকিস্তানি সেনাবাহিনীর ওপর গুলি চালানোর কোনো প্রমাণ নেই। ফলে তিনি যুদ্ধ করেননি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন ‘৭৫’র খুনি ও অশুভ শক্তির উৎস। জিয়াউর রহমান সবসময় ‘৭৫ এর হত্যাকারীদের সাথে ছিলেন। ক্যু দ্বারা অবৈধভাবে ক্ষমতা দখল। অসততার কারণে তিনি মেজর থেকে পদোন্নতি লাভ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের শাসনামলে দেশে শিক্ষার পরিবেশ ছিল না। অস্ত্রের ঝনঝনানি ছিল। আর আওয়ামী লীগ শিক্ষার পরিবেশ তৈরি করেছে। পড়াশোনার পাশাপাশি আওয়ামী লীগ সভাপতি ছাত্রলীগকে দেশ ও মানুষের কাজে মনোনিবেশ করারও নির্দেশ দেন।