জীবনের শেষ ইচ্ছার কথা যা জানালেন আহমেদ শরীফ !!
দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফ নিজ শহর কুষ্টিয়ায় পৌর মেয়র হতে চান। এরই মধ্যে শুরু করেছেন প্রচারণা। পাঁচ বছর ধরে শহরের কী কী সমস্যা, কিভাবে তা নিরসন করা যায়, পৌরবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ নানা পরিকল্পনার কথা খাতায় লিখে রেখেছেন তিনি। নির্বাচিত হলে ছক অনুযায়ী কাজ করে যাবেন বলে জানান।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি আমার শহরকে অত্যন্ত ভালোবাসি। বাংলাদেশের মধ্যে আদর্শ শহর হিসেবে গড়ে তুলতে চাই কুষ্টিয়াকে। মৃত্যুর আগে এটাই শেষ ইচ্ছা বলতে পারেন।’
তিনি বলেন, ‘হয়তো অনেকে বলবেন, মেয়র হয়ে কেন আমি শহরকে সাজাব, ব্যক্তিগত উদ্যোগেও তো পারতাম! আসলে আমার অত টাকা নেই। থাকলে শেষ জীবনে এসে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতাম না। আমার বিশ্বাস, কুষ্টিয়াবাসী আমার পাশে থাকবেন। তাঁদের সেবা করার সুযোগ দেবেন।’