জেনে নিন আওয়ামীলীগ পরিচালনায় কে কোন পদ পেলেন !!
বাংলাদেশ আওয়ামী লীগকে পরিচালনার ভার আবারও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই দিলেন দলটির কাউন্সিলররা। এনিয়ে টানা নবম বারের মতো সভানেত্রী নির্বাচিত হলেন তিনি। অন্যদিকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রেসিডিয়াম সদস্য: জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান,ইন্জিনিয়ার মোশাররফ হোসেন। সাংগঠনিক সম্পাদক :র্মিজা আজম,এস এম কামাল, ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী। দপ্তর সম্পাদক :বিপ্লব বড়ুয়া। যুগ্ন সম্পাদক : ড.হাছান মাহমুদ, বাহাউদ্দীন নাসিম,ড.দিপু মনি,মাহবুল উল আলম হানিফ। প্রচার সম্পাদক : আব্দুস সোবহান গোলাপ। আইন সম্পাদক :নাজিবুল্লাহ্ হীরু। মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক : এড.মৃণাল কান্তি দাস। বন ও পরিবেশ সম্পাদক : দেলোয়ার হোসেন। এছাড়া সভাপতি মন্ডলির সদস্য হয়েছেন, সৈয়দা সাজেদা চৌধুরি, মতিয়া চৌধুরি, শেখ সেলিম, মোহাম্মদ নাসিম, খন্দকার মোশারফ হোসেন সহ আরো কয়েকজন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের কাউন্সিল অধিবেশনে আওয়ামী লীগের দুই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের নির্বাচিত হলেন। সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করলেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সমর্থন করলেন পীযুষ ভট্টাচার্য। দুইজনেই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়ে যায়। জাহাঙ্গীর কবির নানক ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেছেন। সমর্থন করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।
সূত্রঃ বিডি২৪লাইভ