জেনে নিন আজকে করোনায় মৃ’ত ১০ জনের বয়স কত ??
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আ’ক্রান্ত হয়ে ১০ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভা’ইরাসে মোট মৃ’তের সংখ্যা ৬০ জন। নতুন মৃ’ত্যুবরণকারী ১০ জনের বয়স হলো- ৭০ থেকে ৮০ একজন। ৬১ থেকে ৭০ পাঁচজন। ৫১ থেকে ৬০ তিনজন। ২১ থেকে ৩০ একজন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ১৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে দুই হাজার ১১৯টি। গতকালের চেয়ে নমুনা সংগ্রহ ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে আর নমুনা পরীক্ষা ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।