দেশের খবর

জেনে নিন, করোনায় কোন জেলায় কতজন আ’ক্রান্ত !!

দেশে ম’হা’মারি করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৫০৪ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪২ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আ’ক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩০ জন।

সোমবার (৮ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৫৬০ জন। এছাড়া গত একদিনে ১২ হাজার ৯৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আ’ক্রান্তের সংখ্যা হলো- ঢাকা ২১,২৯৪, চট্টগ্রাম ২,৮৭৫, নারায়ণগঞ্জ ২,৫৪১, কুমিল্লা ১,১৮৯, গাজীপুর ১,১৬৩, মুন্সীগঞ্জ ৯৮০, কক্সবাজার ৯৬৯, নোয়াখালী ৮৩৮, সিলেট ৬৭৬, ময়মনসিংহ ৫৪০, রংপুর ৪৮৮, ফরিদপুর ৩৪৮, জামালপুর ২৯৪, গোপালগঞ্জ ২৮৭, বগুড়া ২৬৯, কিশোরগঞ্জ ২৬৪, ফেনী ২৫৭, চাঁদপুর ২৪৩, নেত্রকোনা ২৩১, নওগাঁ ২১২, মাদারীপুর ২০৩, সুনামগঞ্জ ১৯৪, নরসিংদী ১৯১, দিনাজপুর ১৮২, বরিশাল ১৮১, হবিগঞ্জ ১৭৫, জয়পুরহাট ১৭২, মানিকগঞ্জ ১৬৭, যশোর ১৬৪, ব্রাহ্মণবাড়িয়া ১৫৯, খুলনা ১৫৫, শরীয়তপুর ১৫৩, লক্ষ্মীপুর ১৪৪, নীলফামারী ১৩৮, শেরপুর ১২১, মৌলভীবাজার ১১৬, কুষ্টিয়া ১১০, চুয়াডাঙা ১০৫, রাজবাড়ী ৯০, পটুয়াখালী ৮৯, বরগুনা ৮১, রাজশাহী ৮১, ঠাকুরগাঁও ৭৪, কুড়িগ্রাম ৭৪, রাঙ্গামাটি ৬৭, পাবনা ৬৫, ভোলা ৬৫, চাঁপাইনবাবগঞ্জ ৬৪, নাটোর ৬৪, গাইবান্ধা ৬০, ঝিনাইদহ ৫৭, টাঙ্গাইল ৫৫, পঞ্চগড় ৫২, সাতক্ষীরা ৪৯, খাগড়াছড়ি ৪৭, বাগেরহাট ৪৬, সিরাজগঞ্জ ৪২, লালমনিরহাট ৪১, বান্দরবান ৪১, ঝালকাঠী ৩৭, পিরোজপুর ৩৭, মাগুরা ৩৭, নড়াইল ৩০ ও মেহেরপুর ৩০ জন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আ’ক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর গত ১৮ মার্চ করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

J A Suhag

Local News: J A Suhag writes Local News articles for industries that want to see their Google search rankings surge. His articles have appeared in a number of sites. His articles focus on enlightening with informative Services sector needs. he holds the degree of Masters in Business and Marketing. Before he started writing, he experimented with various professions: computer programming, assistant marker, Digital marketing, and others. But his favorite job is writing that he is now doing full-time. Address: 44/8 - North Dhanmondi, Dhaka Email: [email protected]

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button