জেনে নিন করোনায় মারা যাওয়া ১৪ জনের পরিচয় !!
দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে। নতুন আরো ৮৮৭ জন করোনায় আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আ’ক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আ’ক্রান্ত হয়ে মারা গেছেন আরো ১৪ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২২৮ জন। মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।রোববার (১০ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভা’ইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, ‘নতুন করে যারা মারা গেছেন, তাদের ১০ জন পুরুষ ও চারজন নারী। চার নারীর মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব দুজন রয়েছেন। পুরুষদের মধ্যে চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব দুজন, ষাটোর্ধ্ব তিনজন এবং ৯০ থেকে ১০০ বছর বয়সী একজন রয়েছেন।’