জেনে নিন কাল বিদ্যুত থাকবে না যে ৩ জেলায় !!
গোপালগঞ্জে ১৩২ গ্রেড বিদ্যুত গ্রেডের পাওয়ার উন্নতি করে ৪০০ গ্রেডে করার কাজ চলতেছে। তার জন্য এবার কাল বিদ্যুত থাকবে না ৩ জেলায়।
তিন জেলার মধ্যে রয়েছে- গোপালগঞ্জ, বাগেরহাট ও খুলনা। পাওয়ার গ্রীড কোম্পানীর ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
পত্রে জানা গেছে, গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্র থেকে মাদারীপুর গ্রীড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি নবনির্মিত গোপালগঞ্জের ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্রের সাথে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজ চলবে। এজন্য আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গোপালগঞ্জ ১৩২ কেভি গ্রীড উপকেন্দ্রের বাসবার শাটডাউন থাকবে। শাটডাউনের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।