জেনে নিন গত ২৪ ঘণ্টায় দেশে মৃ’ত ৫ জনের বিস্তারিত তথ্য !!
গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৮৮ জন করোনা আ’ক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ১৪৩ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮২ জনে। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৫ জনই পুরুষ। মৃতদের মধ্যে ৩ জনের বয়স ষাটোর্ধ্ব এবং ১ জন ৫০ থেকে ৬০ বছরের মধ্যে ও ৩১ থকে ৪০ এর মধ্যে একজন। ৩ জন ঢাকার বাসিন্দা। একজন সিলেটের ও আরেকজন ময়মনসিংহের। এদিকে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ৩১৫ টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ২৬০ টি।
ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ সোমবার (৪ মে) সকাল ৮ টা ৫০ মিনিট পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে মোট আ’ক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৬৬ হাজার ০০৪ জনে। মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৬৬ জনের। সুস্থ হয়েছে ১১ লাখ ৫৪ হাজার ০১৪ জন। গুরুতর অবস্থায় আছে ৫০ হাজার ৪০ জন।