জেনে নিন, ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে যেসব কারণে !!
মানুষ মরণশীল। কোন না কোন দিন এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। তবে বাস্তবতা হচ্ছে মানুষ মরতে চায়না। আর সেটা যদি হয় গুমের মধ্যে তাহলে তো কোন কথায় নেই।
চিকিৎসকদের মতে, মানব দেহের বিশেষ কয়েকটি রোগ বালায়ের দিকে নজর রাখলে গুমের মধ্যে মৃত্যু হবেনা।
আসুন তাহলে এবার জেনে নিই, যেসব কারণে ঘুমের মধ্যে মৃত্যু হতে পারে
১. হৃগরোগে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু ঘটে থাকে।২. দম আটকে যাওয়া বেশির ভাগ সময়ই ঘুমের মধ্যে মৃত্যুর কারণ।৩. স্ট্রোক, ঘুমের মধ্যে বাজে স্বপ্ন দেখেও মানুষের মৃত্যু হয়।৪. নাক ডাকার কারণেও মৃত্যু ঘটে।