জেনে নিন দেশে করোনায় কোন জেলায় কতজন আ’ক্রান্ত ??
দেশে করোনা ভা’ইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। দেশে মোট করোনায় আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে। এছাড়া করোনায় আ’ক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। ফলে মৃ’তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৫ জনে। এদিকে আরও ৩ সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭৭ জন সুস্থ হলেন। শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভা’ইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ৩১টি ল্যাবে এখন করোনাভা’ইরাস পরীক্ষা হচ্ছে জানিয়ে ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভা’ইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ১৯৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৮২৭টি। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি। মৃ’ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ, দুজন নারী। পাঁচজনই ঢাকার বাসিন্দা আইইডিসিআর এর তথ্য মতে বিভিন্ন জেলায় আ’ক্রান্তের সংখ্যা হল ঢাকা ৪,০৮২, নারায়ণগঞ্জ ৯৬৬, গাজীপুর ৩২২, কিশোরগঞ্জ ২০১, নরসিংদী ১৫১, ময়মনসিংহ ১৪৫, মুন্সীগঞ্জ ১১২, কুমিল্লা ৯৯, চট্টগ্রাম ৭৫, জামালপুর ৬৬, যশোর ৬৩, হবিগঞ্জ ৫৫, গোপালগঞ্জ ৪৫, ব্রাহ্মণবাড়িয়া ৪৩, লক্ষ্মীপুর ৪১, বরিশাল ৪০, মাদারীপুর ৩৯, রংপুর ৩৮, কক্সবাজার ৩৭, বরগুনা ৩৩, জয়পুরহাট ৩৩, নেত্রকোনা ৩২, শরীয়তপুর ৩০, টাঙ্গাইল ২৯, সুনামগঞ্জ ২৯, পটুয়াখালী ২৮, শেরপুর ২৬, মানিকগঞ্জ ২২, গাইবান্ধা ২১, দিনাজপুর ২১, রাজশাহী ২০, রাজবাড়ী ১৯, বগুড়া ১৯, ঝিনাইদহ ১৯, সিলেট ১৮, ঠাকুরগাঁও ১৭, কুষ্টিয়া ১৬, নীলফামারী ১৫, চাঁদপুর ১৫, নওগাঁ ১৫, ফরিদপুর ১৩, খুলনা ১৩, নড়াইল ১৩, মৌলভীবাজার ১২, পাবনা ১০, চুয়াডাঙা ৯, পিরোজপুর ৯, নোয়াখালী ৯, নাটোর ৯, ঝালকাঠী ৮, কুড়িগ্রাম ৮, পঞ্চগড় ৮, মাগুরা ৮, বান্দরবান ৭, ফেনী ৬, ভোলা ৫, লালমনিরহাট ৩, সিরাজগঞ্জ ৩, বাগেরহাট ২, চাঁপাইনবাবগঞ্জ ২, মেহেরপুর ২, সাতক্ষীরা ২, খাগড়াছড়ি ২
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনা আ’ক্রান্ত রোগী শনাক্ত করে আইইডিসিআর। তার ১০ দিন পর দেশে প্রথম করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে মৃ’ত্যু হয় একজনের। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আ’ক্রান্ত রোগীর খবর মিললেও গত ক’দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। প্রা’ণঘা’তী এই ভা’ইরাসের বিস্তার ঠেকাতে মানুষকে ঘরে রাখতে রাজপথের পাশাপাশি পাড়া-মহল্লায় টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র্যাব ও পুলিশ।