জেনে নিন প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশ !!
আগামীকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। এদিকে যে কোন ফরম্যাটেই ভারত শক্তিশালী প্রতিপক্ষ। বিশেষ করে তাদের ঘরের মাঠে, আর তা যদি হয় টেস্টে তাহলে তো প্রতিপক্ষের জন্য আরও বড় সমস্যা।
এদিকে অধিনায়ক সাকিব আল হাসান পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা, যার এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আগামী এক বছর তিনি কোনো ধরনের ক্রিকেটেই খেলতে পারবেন না। তাই ভারত সফরে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে মুমিনুলকে।
ভারতের বিপক্ষে ঘোষিত দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। এছাড়া দলে ফিরেছেন আল আমিন হোসেন, যিনি টি-টোয়েন্টি স্কোয়াডের পর টেস্ট স্কোয়াডেও জায়গা পেছেন।
প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ সম্ভাব্য একাদশঃ সাদমান ইসলাম, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন।