জেনে নিন রাতের যে দোয়ায় বান্দাকে ফিরিয়ে দেন না আল্লাহ !!
আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্। তিনিই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল। যে কোন সময় আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি আমাদের ক্ষমা করে দেন। তবে রাতের আমলে আল্লাহ বান্দার সকল দোয়া কবুল করেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ রাতে জেগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওজু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়।’ (বুখারি, মিশকাত)
আসুন এবার জেনে নিই, রাতের যে দোয়ায় বান্দাকে মাফ করেন আল্লাহ…
‘লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন কাদির। সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার; ওয়া লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহ।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রাতে আমল করার তাওফিক দান করুন। আমিন।