জেন নিন বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আ’ক্রান্তদের বিস্তারিত তথ্য !!
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পরীক্ষা করা হয়েছে ৯৮১ জনের। যার মধ্যে ৫৪ জনের শরীরে এই ম’রণঘা’তী ভা’ইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুরে নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।
নতুন সংক্রমিত হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা শহরেই ৩৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩৩ জন ও মহিলা ২১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। আ’ক্রান্তদের মধ্যে ১৫ জন তরুন এবং ৫ জন কিশোর রয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার করোনায় ৫ জনের মৃত্যু ও ৪১ জনের আ’ক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর।
আ’ক্রান্ত ৫৪ জনের মধ্যে পুরুষ ৩৩ জন। নারী ২১ জন। ১১ থেকে ২০ বছর বয়সী ৫ জন। ২১-৩০ বছরের ১৫ জন। ৩১-৪০ বছর বয়সী ১০ জন। ৪১-৫০ বছর বয়সী ৭ জন। ৫১-৬০ বছর বয়সী ৭ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১০ জন। এছাড়া যারা আ’ক্রান্ত হয়েছেন তাদের মধ্যে কেউ গত ২৪ ঘণ্টায় সুস্থ হননি।
সূত্রঃ বিডি২৪লাইভ