জেলে রাজার হালেই আছেন খালেদা জিয়া: প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের জাতীয় কমিটির পূর্বঘোষিত সভা শুরু হয়েছে।সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির শাসনামলে ঘটে যাওয়া অপারেশন ক্লিনহার্টের সদস্যদের ইনডেমনিটি দিয়ে হত্যার রাজনীতিকে বৈধতা দিয়েছিল বিএনপি। বিএনপিই দেশে সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে।
বুধবার (৪ ডিসেম্বর) গণভবনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে বলেন, জেলে রাজার হালেই আছেন খালেদা জিয়া।