ঝুঁকি নিয়েই ঢাকায় ফিরছে শত শত মানুষ !!
সাধারণ ও ঈদের ছুটি শেষে করোনা ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। রোববার (৩১ মে) থেকে ‘সীমিত আকারে’ অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ কারণেই করোনা ঝুঁকি থাকা সত্ত্বেও রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকাল থেকে দেশের প্রধান দুই ফেরিঘাটে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়।
রাজধানীর সব প্রবেশ পথেও বেড়েছে যাত্রীচাপ। সকালে থেকে সড়ক-মহাসড়কে ঢাকামুখী গাড়ির চাপ বেড়েছে। গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে অনেককে। বিকল্প যান হিসেবে সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজি, রিকশা ও মাইক্রোবাস চোখে পড়ার মতো। নিম্ন আয়ের লোকজনকে ট্রাকে করেও ফিরতে দেখা গেছে।
এদিকে, সকাল থেকেই ছোট যানবাহনে দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি ঘাটে ভিড় করেন যাত্রীরা। লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় দীর্ঘ লাইনে থেকে ফেরিতে উঠতে হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা সবাইকে। এখানেও অতিরিক্ত ভিড়ের কারণে শারীরিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না।