টাইগারদের লজ্জা দিলো ভারতীয় সমর্থকরা !!
ইডেন টেস্টে যুতসই খেলতে পারছে না টাইগার শিবির। লজ্জার মধ্যে আবার উল্টো লজ্জা দিচ্ছে ভারতীয় দর্শকরাও। গ্যালারিতে বাংলাদেশের উদ্দেশ্যে লজ্জাকর একটি প্ল্যাকার্ড নিয়ে আসতে দেখা গেছে এক ভক্তের।
তাতে লেখা ছিলো, ‘ডিয়ার টাইগার, ১৫০ রানের আগেই অলআউট হয়ো না। কেননা আমরা ১৬৫ টাকা দিয়ে টিকিট কিনেছি। তার চেয়ে কম রান করলে আমাদের লোকসান হবে।’ এমন কথা লেখা মানে আসলেই লজ্জাকর। আর বলবেই না বা কেন? বাংলাদেশ দলের ব্যাটিং লাইন তো একেবারে যাচ্ছেতাই অবস্থা।
ইডেনে গোলাপি বলের টেস্টে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে নেমে যথারীতি আউট হওয়ার প্রতিযোগিতায় নামে বাংলাদেশি ব্যাটসম্যানরা। আজ তৃতীয় ইনিংসে দুপুরে মাঠে নামবে টাইগাররা।