কোরআন ছুঁয়ে তওবা করার পরও অর্ধকোটি টাকা নিয়ে উধাও হলেন প্রবাসীর স্ত্রী !!

বিয়ের উদ্দেশ্য হল এটা যে, স্বামী-স্ত্রী দুজনেই পূর্ণরূপে সন্তুষ্ট হবে, সুখী হবে ওদের দু’জনের জীবনই। শারীর এবং মানসিকভাবে একা পড়ে যাওয়াকে স্ত্রীরা কখনই সহ্য করতে পারে না। তবে, মুদ্রার উল্টা পিঠও আছে।নতুন খবর হচ্ছে, অর্ধকোটি টাকা ও ২০ ভরি স্বর্ণালঙ্কারসহ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়াহাট পৌর বাজারের ব্যবসায়ী মোশাররফ হোসেন এক প্রবাসীর স্ত্রীসহ গত ৩ সপ্তাহ ধরে উধাও।

জানা গেছে, ফেনীর ফরহাদনগর গ্রামের ভোরবাজারের পার্শ্ববর্তী সৌদি প্রবাসীর স্ত্রী (৩৬) ইতোপূর্বে তিন স্বামীর ঘর করেছেন। কিন্তু অনেক দিনের পছন্দ বলেই ১৪ বছরের একটি পুত্রসন্তানসহ তাকে বিয়ে করেন সৌদি প্রবাসী শহিদ উল্লাহ। কিন্তু বছর না যেতেই একই গ্রামের এক কন্যাসন্তানের জনক মোশাররফ হোসেনের (৩৫) সঙ্গে পালিয়ে যায় ওই নারী।

শহিদ উল্লাহ জানান, তার স্ত্রীকে সৌদি আরব এনে ওমরাহ করিয়ে কোরআন শপথ করিয়েছিলাম কোনোদিন আমাকে ছেড়ে আবার পালাবে না বলে। কিন্তু নিষ্ঠুর ওই নারী আমাকে ছেড়ে গেলেও এখনো ফিরে এলে আমি তাকে গ্রহণ করব।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *