টিকটক বন্ধ হচ্ছে পাকিস্তানে !!
স্কুল বা কলেজে নাটক সিনেমা বানানো হলে যাকে জিনিসপত্র টানার দায়িত্ব দেওয়া হতো সেও এখন নায়ক কিংবা নায়িকা। টিকটকের কল্যাণেই।
নতুন খবর হচ্ছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে পাকিস্তানে বন্ধ করে দেওয়া হতে পারে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক।বৃহস্পতিবার দেশটির উচ্চ আদালত সরকারকে টিকটক বন্ধ করতে নির্দেশনা দেন।