টেস্ট ম্যাচকে সামনে রেখে নতুন সাজে সেজেছে কলকাতা !!
বাংলাদেশ-ভারত টেস্টকে সামনে রেখে দুই দলেই নেওয়া শুরু করেছে প্রস্তুতি। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের ইডেন গার্ডেনেই। সেই হিসেবেই সেজেছে কলকাতা।
ইডেনের মূল ফটকে দুই দলের অধিনায়কের ছবি, মাসকট ঘিরে আনা হয়েছে গোলাপি রঙের আভা। তবে সবচেয়ে নজর কেড়েছে টাটা’র ৪২ তলা ভবন। গোলাপি বলের টেস্টের জন্যই এই ভবন সাজানো হয়েছে বিশেষভাবে। ফোরটিটু বিল্ডিং নামে পরিচিত এই ভবনের উপরের তেরোতলার পুরোটাতেই জ্বলছে গোলাপি আলো।
একদিকে ধর্মতলা থেকে তাকালেও দেখা যাচ্ছে এই ভবনের গোলাপি আলো। আবার নন্দন রবীন্দ্র সদন প্রাঙ্গণ থেকে দেখা মিলছে গোলাপি আলোর ঝলকানি। উপলক্ষ একটাই। বাংলাদেশ-ভারত গোলাপি বলের টেস্ট।