টেস্ট র্যাংকিংয়ে সুখবর পেল বাংলাদেশ !!
ওয়ানডে ও টি২০ ক্রিকেটে যেভাবে সফল হয়েছে বাংলাদেশ। টেস্টে তার ধারেকাছেও যেতে পারেনি টাইগাররা।। একের পর এক হারের স্বাদ গ্রহন করছে মুশফিক-রিয়াদরা।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান টেস্ট ম্যাচের পর কিছুটা সুখবর মিলেছে টাইগার শিবিরে। কেননা, যদি এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জয় না পেত তাহলে টেস্ট র্যাংকিংয়ে ঘটতো বাংলাদেশের অবনমন। তবে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাত্তাই পায়নি নবীন আফগানিস্তান।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান ১ম ইনিংস- ১৮৭ জাভেদ ৩৯, হামজা ৩৪, জাজাই ৩২ কর্নওয়াল ৭৫/৭, হোল্ডার ২২/২, ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস- ২৭৭ ব্রুকস ১১১, ক্যাম্পবেল ৫৫ হামজা ৭৪/৫, রশিদ ১১৪/৩, আফগানিস্তান ২য় ইনিংস- ১২০ জাভেদ ৬২, ইবরাহিম ২৩ চেজ ১০/৩, হোল্ডার ২০/৩, কর্নওয়াল ৪৬/৩, ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস- ৩৩/১ (৬.২ ওভার) ক্যাম্পবেল ১৯, ব্র্যাথওয়েট ৮, হোপ ৬ হামজা ৫/১
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে রেকর্ড গড়া আলোচিত অলরাউন্ডার কর্নওয়াল হয়েছেন ম্যাচসেরা।