ট্রাম্প আমার শ্বশুর মশাইঃ রাখি !!
রাখি মানেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের কারনে খবরের শিরোনাম হয়ে থাকেন তিনি। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার শ্বশুর মশাই দাবি করে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে রাখির বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। মিডিয়া পাড়ায় এমন ছবি ভেসে বেড়ানোর বিষয়ে জানতে চাইলে রাখি জানান, না, বিয়ে তিনি করেননি। ফটোশুটের জন্য ও রকম সেজেছিলেন।কিন্তু পরে আবার নিজেই জানান, তিনি বিয়ে করেছেন। তার স্বামী মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন।সম্প্রতি, এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘বিয়ে করলেন, অথচ রিসেপশন পার্টি দেবেন না?’
এর উত্তরে রাখি বলেন,‘ চারিদিকে এত মূল্যবৃদ্ধি। আর তা ছাড়া আমার রিসিপশন তো মোদিজি আয়োজন করবেন।’ শুধু তাই নয়, রাখির দাবি, ট্রাম্প নাকি তার শ্বশুর মশাই।প্রসঙ্গত, কিছুদিন আগে ‘জানু, আই অ্যাম প্রেগনেন্ট’ লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন রাখি। এতেও ট্রলের শিকার হন তিনি।