শত্রুদের হা’মলা ঠেকিয়ে দিলো সৌদি !!
শত্রুদের চালানো হা’মলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শনিবার রাজধানী রিয়াদে শত্রুরা হা’মলার চেষ্টা চালানোর চেষ্টা করলে সেটি নস্যাৎ করে দেওয়া হয়েছে।
রিয়াদের একজন বাসিন্দা বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমি খুব জোরে শব্দ শুনেছি। মনে হচ্ছিল আকাশ থেকে ভারী কিছু পড়েছে। ঐ শব্দে আমার বাড়ি কাঁপছিল।তবে সৌদি সরকারের পক্ষ থেকে কারা এই হা’মলা চালিয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই হা’মলা চালাতে পারে।
২০১৪ সালের সেপ্টেম্বরে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানায় প্রবেশ করে। শিয়া মতাদর্শের হুতিদের অস্ত্র-অর্থ দিয়ে সাহায্য করছে ইরান। পরের বছর জানুয়ারির মধ্যেই পুরো সানার নিয়ন্ত্রণ হাতে নেয় তারা। সৌদি আরব সুন্নি সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশকে নিয়ে জোট গঠন করে ২০১৫ সালের মার্চে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।