ঢাকার যে স্থানে করোনা সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে !!
গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১২৭ জনের। আর সব মিলিয়ে শনাক্ত হয়েছে ৪ হাজার ১৮৬ জন। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভা’ইরাস পরিস্থিতি নিয়ে সরকারি বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হিসাবে উঠে এসেছে, ঢাকার ভেতরে করোনাভা’ইরাস শনাক্ত হয়েছে—এমন রোগীদের সংখ্যা বেশি রাজারবাগে। এরপরই আছে মোহাম্মদপুর।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে আইইডিসিআর তাদের ওয়েবসাইটে করোনা পরিস্থিতির হালনাগাদ তথ্য প্রকাশ করে। এই তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক করোনা রোগী ঢাকায় শনাক্ত হয়েছে। ঢাকা শহরে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ২২৯ জন। যা মোট শনাক্তের ৩৬.৩৪ শতাংশ।
সারা দেশে এ পর্যন্ত করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৮২ জন। ঢাকা বিভাগের অন্যান্য জেলায় শনাক্তের সংখ্যা ১ হাজার ২২৩। ঢাকার পর এই বিভাগের অন্যান্য জেলার মধ্যে শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি নারায়ণগঞ্জে। এরপর গাজীপুর ও কিশোরগঞ্জে। এই তিন জেলায় শনাক্তের সংখ্যা যথাক্রমে ৪৬৯, ২৬৯ ও ১৪৬ জন। ঢাকায় শনাক্তকৃত রোগীর সংখ্যার দিক থেকে এখন রাজারবাগ শীর্ষে। এখানে ৫০ জন রোগী শনাক্ত হয়েছেন। এর বাইরে মোহাম্মদপুরে ৪৪ জন। আর লালবাগ ও যাত্রাবাড়ী ৩৫ জন করে।