ঢাকা থেকে জামালপুরগামী ট্রেনে ডাকাতি, নিহত ২
ঢাকা থেকে জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটে। হামলায় দুইজন নিহত হয়। আরেকজন আহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জামালপুর থানার (জিআরপি) এসআই সোহেল রানা জানান, আহত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দুইজনকে মৃত ঘোষণা করেন। একজন আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।