ঢাকা প্লাটুন ভক্তদের জন্য সুখবর !!
বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। ঢাকার পর এখন চলছে চট্টগ্রাম পর্ব। এ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বুধবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম পর্বে মাঠে নামবে ঢাকা প্লাটুন। অসুস্থতাজনিত কারণে বিপিএলের এ পর্বে অনিশ্চিত ঢাকা প্লাটুনের তামিম ইকবাল। তবে আশার কথা হলো, জ্বরে আক্রান্ত দেশসেরা এ ওপেনার হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।
তামিমের মাঠে নামার ব্যাপারে ঢাকার কোচ সালাউদ্দিন বলেন, গত দুই দিন তামিমের প্রচণ্ড জ্বর ছিল। সুস্থ হলেও চট্টগ্রামে প্রথম ম্যাচে হয়তো তার খেলা কঠিন হয়ে যাবে। আমরা তার বিকল্প চিন্তা করে রেখেছি আমাদের পরের ম্যাচ একটু দেরিতে। তামিম যদি বুধবার সুস্থ অনুভব করে, তাহলে হয়তো মাঠে নামতে চাইবে। কিন্তু আমি তাকে ফিট হওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিতে চাই।
প্রসঙ্গত, ১১ ডিসেম্বর থেকে ২০২০ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিপিএলের লিগ পর্বের ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তালিকায় থাকছে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।