তসলিমা নাসরিনের জন্যে দোয়া করলেন আজহারী !!
বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ড. মিজানুর রহমান আজহারী। নানা কারণে তিনি আলোচিত-সমালোচিত হচ্ছেন। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে আজহারীর একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের জন্যে দোয়া করেছেন তিনি। আজহারী তসলিমার হেদায়াত চেয়ে এই দোয়া করেন।
সেখানে আজহারী বলেছেন, ‘বাংলাদেশে একটা কথা কয়-নিন্দে পাখি পিন্দে। তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখেছেন। ও বলে, নারীদের কোনো দেশ নেই। তসলিমা বোরকার বিরুদ্ধে লিখেছে। শেষ পর্যন্ত সে দেশে থাকতে পারে নাই। ওরে যখন ইন্ডিয়ায় লুকিয়ে নেয়া হয়, তখন ওর গায়ে বোরকা পরিয়ে নেয়া হয়েছিল।’ এরপর তসলিমার হেদায়াতের জন্য দোয়াও করেন জনপ্রিয় এই বক্তা।