তাদের সোনাদিয়া চরে নামিয়ে বলা হয় এটাই মালয়েশিয়া !!
দালালরা তাদের মালয়েশিয়ায় পৌঁছে দেবার কথা বলে ট্রলারে উঠিয়েছিল। তারপর গভীর সমুদ্রে পাঁচদিন ঘুরে বেড়িয়েছে। পাঁচদিন পর ভোরবেলা তাদের একটি চরে নামিয়ে বলা হয় এটাই মালয়েশিয়া। পরে যাত্রীরা আবিষ্কার করেন তা কক্সবাজারের সোনাদিয়া চর।
এই ট্রলারের যাত্রী ছিলেন ২৫ জন রোহিঙ্গা। এরা মহেশখালী থেকে দালালের মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্যে ট্রলারে উঠেছিলেন। এরপর দালালরা পাঁচদিন পর তাদের সোনাদিয়ায় নামিয়ে দেয়। পরে খবর পেয়ে রোববার (২৪ নভেম্বর) মহেশখালী থানার পুলিশ এদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলো কুতুপালং ক্যাম্পের রুমানা আকতার, মো. অহিয়াজ, মোহছেনা আকতার, নুরুল হক, নুর ফাতেমা, আব্দুল হক, সানজিদা আকতার, ছাবেকুন্নাহার, নুরুজ্জাহান, ইসমত আরা, নুর আকলিমা, আছমা বিবি, নুর কায়দা, শামশুন্নাহার, সানজিদা আকতার, রুজিনা আকতার, জন্নাত উল্লাহ, মোঃ আজম, মো. জোবাইর, নাজিমুল হক, দনুমিয়া মিয়া, হুবাইব উল্লাহ, মো. কাইছার আলম, নুর হোসেন, মাহাবুবুর রহমান, মো. আনছার।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সংবাদ পেয়ে মহেশখালী থানার পুলিশ সোনাদিয়ার চর থেকে ২৫ জন রোহিঙ্গাকে উদ্ধার করে। উদ্ধারকৃত রোহিঙ্গাদদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মালেশিয়ায় মানবপাচার কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।