তাপমাত্রা ৯ ডিগ্রিতে, বৃষ্টি থাকতে পারে আরও ৩ দিন !!
সারাদেশে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন জানান, দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং বৃষ্টি তা আগামী ২ থেকে ৩ দিন অব্যাহত থাকতে পারে। তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান। তিনি জানান, সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেতে পারে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) আবহাওয়া অফিস জানায়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস, দিনাজপুরে ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, ডিমলায় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, সৈয়দপুরে ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, রাজারহাটে ১০ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস।
পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।