তাপসের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন আতিক !!
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর সিটিতে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটিতে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার শেখ তাপস। সিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। এ মুহূর্তে তাপসের চেয়ে দ্রুতগতিতে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাবিথ আউয়ালকে পেছনে ফেলছেন আতিক।
এখন পর্যন্ত আতিক পেয়েছেন ২৪১৯৪ ভোট এবং তাবিথ পেয়েছেন মাত্র ১২৪৭৭ ভোট। অন্যদিকে, দক্ষিণ সিটিতে এখন পর্যন্ত তাপসের চেয়ে মাত্র তিন হাজার ভোটে পিছিয়ে আছেন ইশরাক।এর আগে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর সিটি কর্পোরেশনের ১৩১৮টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩।
এর মধ্যে পুরুষ ভোটার ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। ঢাকা উত্তরে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২৫১ জন। অন্যদিকে, দক্ষিণ সিটি কর্পোরেশনের ১১৫০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ১২ লাখ ৯৩ হাজার ৪৪১ এবং নারী ১১ লাখ ৫৯ হাজার ৭৫৩ জন। দক্ষিণে কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৩২৭জন।