তামিমকে বাদ দিয়ে সাব্বিরের নাম তুললো আইপিএল আয়োজকরা !!
এবারের আইপিএলের নিলাম গড়াবে আগামী ১৯ই ডিসেম্বর। সেই আইপিএলের নিলামেই নাম দিয়েছিলেন তামিম। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত সূচি থেকে বাদ দেওয়া হয় তামিমকে। তার বদলে নেওয়া হয় সাব্বির রুম্মনকে।
আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় যে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার রয়েছেন তারা হলেন- মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
তাদের ভিত্তিমূল্যও প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি মূল্য ধরা হয়েছে মুস্তাফিজের। তার ভিত্তিমূল্য ১ কোটি রুপি। মুশফিক ও মাহমুদউল্লাহর ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপি এবং সাব্বির ও সাইফউদ্দিনের ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ লাখ রুপি।