তারাবিতে ২০ জনের বেশি প্রবেশে বাধা – উত্তেজিত মুসল্লিরা !!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আমরা? প্রশ্ন থেকেই যায়।
নতুন খবর হচ্ছে, নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে তারাবির নামাজে সরকারি নিয়ম মেনে ২০ জন প্রবেশের কথা ইমামরা জানালে বিভিন্ন মসজিদেই তাদেরকে কঠোর জেরা করেন মুসুল্লিরা। কোথাও কোথাও মুসুল্লিদের উত্তেজিত হবার কথাও জানান ইমামরা।
এদিকে, অনেক মসজিদেই তারাবিতে নিয়মের বাইরে মুসুল্লিরা নামাজ আদায় করেছেন ২০ এর অধিক। তবে সকলেই স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্বে থেকেই নামাজ আদায় করেছেন।