তিস্তা চুক্তি নিয়ে নরেন্দ্র মোদি কোনো মন্তব্য করেননি – পররাষ্ট্রমন্ত্রী !!
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ-ভারত সরকার প্রধানের আলোচনায় কোনো ধরনের মন্তব্য করেননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে নরেন্দ্র মোদির বৈঠকের সফর নিয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এই কথা জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন আসার জন্য।
ভারতীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানানোর জন্য।এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে।