তীব্র বায়ুদূষণ না থাকলে ৬-৭ বছর বেশি বাঁচতো বাংলাদেশিরা!
গড়ে প্রায় সাত বছর কেড়ে নিচ্ছে তীব্র বায়ুদূষণ। এমনকি যদি বাতাসে বিষাক্ত কণা সহনীয় মাত্রায় থাকত, তাহলে এই দেশের মানুষ ৭.৬ বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারত। বুধবার (১ সেপ্টেম্বর) প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে, বাংলাদেশীদের গড় আয়ু বর্তমানে ৭২.৬ বছর। শিকাগো ভিত্তিক এনার্জি পলিসি ইনস্টিটিউট কর্তৃক প্রকাশিত সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) বলছে, যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশিকা পূরণ করা হয়, তাহলে দেশে গড় আয়ু আরো সাত বছর বৃদ্ধি পাবে।
একিউএলআই পরিসংখ্যান অনুসারে, বায়ু দূষণের কারণে ১৯৯৭ সালে বাংলাদেশীদের গড় আয়ু ২.৬ বছর হ্রাস পেয়েছিল। এরপর থেকে দেশের বায়ু দূষণ পরিস্থিতির আরো অবনতি ঘটে। বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত দেশ।