তীব্র শীতে কাঁপছে দেশ, নতুন যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর !!
তীব্র শীতে কাঁপছে দেশ, দেশের উত্তরাঞ্চলে ভরদুপুরেও সূর্যের দেখা মিলছে না। দু’দিন আগের বৃষ্টির রেশ শেষ হতে না হতেই আবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ ছাড়িয়ে রয়েছে তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস।
আবহাওয়া অফিস বলছে; ৯ জানুযারি উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামি ১১ জানুয়ারির পর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শৈত্য প্রবাহসহ সারাদেশেই বয়ে যাবে শৈত্য প্রবাহ।
আবহাওয়াবিদ মোহাম্মদ আবদুল মান্নান জানিয়েছেন, রংপুর বিভাগসহ, দেশের উত্তরাঞ্চলে ইশ্বরদী যশোর-কুষ্টিয়ার ওপর দিয়ে মাঝারি মাত্রায় শৈত্য প্রবাহ বইছে। আগামী শনিবারের পর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে তা তীব্র শৈত্য প্রবাহে রূপ নেবে। এছাড়া সারাদেশের উপর বয়ে যাবে শৈত্য প্রবাহ। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।