তূর্ণা এক্সপ্রেসের চালক-গার্ডসহ তিনজন বরখাস্ত !!
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথার চালক, সহকারী চালক ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার পর আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে বরখাস্ত করা হয় তাঁদেরকে।
আজ সকালে রেলের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি
আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবুও রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে ১ লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতরা পাবেন ১০ হাজার টাকা করে।’
এর আগে আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তুর্ণা নিথীতা ট্রেন ও সিলেট থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। সকাল সোয়া ৭টা পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার ব্য্যাপারে নিশ্চিত হওয়া যায়। পরে ৯ টার দিকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আহত হয়েছেন শতাধিক।