থানায় জিডি, বিদিশা অনুপ্রবেশকারী !!
এরশাদের বাস ভবনে অবৈধভাবে প্রবেশের অভিযোগ তুলে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে। গুলশান থানায় জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অব.) খালেদ আখতার। জিডিতে উল্লেখ করা হয়েছে, ‘হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট পার্ক যথারীতি ট্রাস্টের অধীনে পরিচালিত হচ্ছে। ট্রাস্টের ওই বাসায় গত ১৪ নভেম্বর প্রয়াত এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী বিদিশা সিদ্দিক সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে প্রবেশ করেন। উক্ত জমিতে বিদিশা সিদ্দিকের প্রবেশ করার আইনগত কোনো অধিকার নেই। একজন অনুপ্রবেশকারী হিসেবে অবস্থান করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপির সম্পর্কে মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। শুধু তাই নয়, তিনি এরিক এরশাদকে প্রভাবিত করে তাকে দিয়েও অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রচার করে আসছেন।
জিএম কাদের তার ভাইয়ের (এরশাদ) জীবদ্দশায় তার মৌখিক নির্দেশে এরিক এরশাদের সার্বিক তত্ত্বাবধান করে আসছিলেন। ট্রাস্ট গঠিত হওয়ার পর এরিক এরশাদের দেখাশোনার দায়িত্বভার ট্রাস্টের উপর অর্পিত হলে বোর্ড অব ট্রাস্টিরা দেখাশোনা করে আসছেন। তবে শ্রদ্ধাভাজন চাচা অভিভাবক হিসেবে এরিককে স্নেহ ভালোবাসার মাধ্যমে দেখাশোনা করে আসছেন। উক্ত প্রেসিডেন্ট পার্কে বিদিশা সিদ্দিকের বে-আইনি ভাবে অবস্থানের কারণে এরিক এরশাদের নিরাপত্তা বিঘ্নিত হবার সম্ভাবনা বিদ্যমান। এ কারণে আমরা বোর্ড অব ট্রাস্টিরা উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।’ উল্লেখ্য, প্রেসিডেন্ট পার্কের ফ্লাটসহ প্রয়াত এরশাদের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি এখন ট্রাষ্টের অধীনে। যা এরশাদ পুত্র এরিকের ভরণ পোষণ ও জনকল্যাণে গঠিত হয়েছে।
সূত্রঃ বিডি২৪লাইভ