দক্ষিণ সিটিতে মেয়র হওয়ার পথে ফজলে নুর তাপস !!
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা প্রায় শেষের দিকে। ইতিমধ্যে ১০০৯ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ১০০৯ কেন্দ্রে প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটে এগিয়ে আছেন ফজলে নুর তাপস। তাঁর মোট ভোট ৩ লক্ষ ৭৫ হাজার ৮৫১ টি। অপরদিকে তাঁর নিকটতম প্রার্থী ইশারাক হোসেন পেয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৪১ ভোট। এই হিসেবে দেখা যাচ্ছে একরকম জয়ী হয়ে আছেন ফজলে নুর তাপস।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। মোট ১ হাজার ৩১৮টি কেন্দ্রের মধ্যে ৪৭৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে।
শনিবার রাতে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে এ ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।
ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরে ৭৩৯ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন৷ তিনি ভোট পেয়েছেন ২ লাখ ৩৫ হাজার ২৫৪ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির তাবিথ আউয়াল পেয়েছেন ১ লক্ষ ৪৬ হাজার ৩৫৫ ভোট।