‘দর্শকদের কাছে ক্ষমা চাইলেন সনু নিগাম’ !!
সময়ের সাথে সাথে যে কয়জন সঙ্গীত শিল্পী গান গেয়ে উপমহাদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় যায়গা করে নিয়েছে তার মধ্যে সনু নিগাম অন্যতম। প্রথমবারের মতো এবারের বিপিএলে এসে গান গেয়েছেন সঙ্গীতের এই সুপারস্টার।
সনু নিগাম হিন্দীতে গান গাওয়ার পরেই বলেন, আজ আমি মাননীয় শেখ হাসিনার জন্য গানের প্রস্তুতি নিয়ে এসেছি। ‘বাংলাদেশি ভাই-বোনদের প্রতি অনুরোধ ভাষাগত কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন।’
এরপর তিনি দেশাত্ববোধক গান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি- সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি’ শিরোনামের গানটি গান। এরপরই বঙ্গবন্ধুকে নিয়ে তিনি গান।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে মঞ্চ মাতাচ্ছে জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ।