দর্শকদের কাছে যে একটিই অনুরোধ জামালের !!
বল পায়ে একের পর এক জাদু দেখাতে প্রস্তুত থাকেন জামাল ভূইয়া। এবার সেই জামালে কন্ঠেই একটি আকুতি। আর সেটি হচ্ছে তার অনুরোধ দর্শকরা যেন মাঠে এসেই তার খেলা দেখেন।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আমি চাই মানুষ যেনো স্টেডিয়ামে আসে। তারা যদি বাংলাদেশ জাতীয় দলকে সমর্থন দিতে মাঠে আসে, আমি অনেক খুশি হবো। আশা করি, আমরাও তাদের ভালো কিছু দিতে পারবো।’
উল্লেখ্য যে , বিশ্বকাপ বাছাইয়ে দারুণ খেললেও এসএ গেমসে অভাবিত ভরাডুবির পর চীড় ধরেছে বাংলাদেশ দলের আত্মবিশ্বাসে। খেলোয়াড়দের তৈরি করতে পর্যাপ্ত সময়ও পাননি প্রধান কোচজেমি ডে। ফেডারেশন কাপের ক্লান্ত শিষ্যদের ছবক দিয়েছেন মাত্র পাঁচ দিনের ক্যাম্পে। তবুও কৌশলে কার্যসিদ্ধির আশাবাদ কোচের কণ্ঠে।