দলে দলে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ছে মানুষ !!
সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে বহু মানুষ বাংলাদেশে ঢুকে পড়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত এক মাসে শুধু ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত থেকে এরকম ৩ শতাধিক মানুষকে আটক করেছে বিজিবি। বিবিসির বাংলা।
এ ব্যাপারে স্থানীয়রা বলছেন, যে পরিমাণে মানুষ আটক হচ্ছে, তার চেয়ে কয়েকগুণ বেশি মানুষ প্রতিদিন বাংলাদেশে ঢুকে পড়ছে। এই অনুপ্রবেশ ঠেকাতে পাহারার জন্য সীমান্তে গ্রামবাসীদের নিয়ে প্রতিরোধ কমিটিও তৈরি হয়েছে।
এই রিপোর্ট নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ ১৩ ডিসেম্বর শুক্রবার বিকেলে তার ফেসবুক পেযে একটি স্ট্যাটাস দেয়া হয়। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হল-
‘বিবিসি রিপোর্ট করেছে এনআরসি-র পর দলে দলে লোক ভারত থেকে ঢুকে পড়ছে বাংলাদেশে। ভারতীয় বাহিনী সাহায্য করছে তাদের বাংলাদেশে অনুপ্রেবেশে।’
‘এনআরসি-র তথাকথিত টার্গেট হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান আর বাংলাদেশ থেকে আসা মুসলমানরা আফগানিস্তানের সাথে সীমান্ত নাই ভারতের, পাকিস্তানে কাউকে ঢোকালে রক্তগঙ্গা বয়ে দিবে তারা।’
‘আছে শুধু দুর্বলদেহী বাংলাদেশ! কি ভবিষ্যত অপেক্ষা করছে আমাদের জন্য কে জানে।’