দাউ দাউ করে জ্বলছে রংপুর এক্সপ্রেস, আহত অর্ধশত !!
সিরাজগঞ্জে ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেসের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ সময় ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে জেলার উল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, চালকসহ প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, ঘটনার পরপরই ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিম এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।