দাবানলে ক্ষতিগ্রস্থদের ৩ মিলিয়ন ডলার দিচ্ছেন টাইটানিক নায়ক !!
পরিবেশ রক্ষায় বরাবরই এগিয়ে আসেন হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। পরিবেশ রক্ষায় অবদান রাখার জন্য আর্থ অ্যালায়েন্স সংগঠনটি গড়ে তুলেছেন তিনি।
এই সংগঠন থেকে গত বছরের আগস্টে পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট অ্যামাজনের মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় ৫ মিলিয়ন ডলার সহযোগিতা দেয়া হয়েছিল।
এবার অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দাবানল নিয়ন্ত্রণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ৩ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ডিক্যাপ্রিওর সংগঠন আর্থ অ্যালায়েন্স বিবৃতি দিয়েছে এই বিষয়ে।
দাবানল ঠেকাতে লড়াইরত ফায়ার সার্ভিসের কর্মীদের হলিউড তারকা নিকোল কিডম্যান, হিউ জ্যাকম্যান ও পপ তারকা পিঙ্কসহ আরও অনেকে আর্থিক সাহায্য করেছেন। তহবিল সংগ্রহের জন্য সামাজিক মাধ্যমের ফলোয়ারদেরও আহ্বান জানিয়েছেন তারা।
নিউ সাউথ ওয়েলসের দাবানলে এখন পর্যন্ত প্রায় ২৫ জনের প্রাণহানি ঘটেছে। পুড়েছে ২০০০ ঘর। দেশটির পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, দাবানলে এখন পর্যন্ত প্রায় একশ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস