দামি রেস্টুরেন্টে না খেয়ে হাজার হাজার ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করে দিয়েছিঃ সাদিও মানে !!
বর্তমানে ফুটবল বিশ্বে যে কয়জন খেলোয়াড় মাঠ মাতাচ্ছে তাঁর মধ্যে সাদিও মানে অন্যতম। মাঠে তিনি যতটা আগ্রাসী ফুটবল খেলেন মাঠের বাইরে পুরোটায় ভিন্ন। এক কথায় সাধারন জীবন-যাপন করেন এই লিভারপুল স্ট্রাইকার।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মানের এমন ছবি ভাইরাল হওয়ার পর জানালেন নিজের সহজ জীবনযাপনের রহস্য।
এত বড় তারকা হয়েও সাধারণ জীবন যাপনের কারণ হিসেবে তিনি বলেন, ‘দশটি ফেরারি গাড়ী, বিশটি ডায়মণ্ড ঘড়ি আর বিলাসবহুল বাড়ি, নিত্যনতুন মডেলের বিলাস সামগ্রী এসব দিয়ে কী হবে। যেই মুহুর্তে আমার নিঃশ্বাস শেষ সেই মুহুর্ত থেকে এসবের মালিকানাও শেষ।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমি নিজের বিলাস বহুল বাড়ির পরিবর্তে অসংখ্য স্কুল তৈরি করেছি, দামি পোষাকে ওয়্যারড্রব ভর্তি না করে অসংখ্য বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়েছি। প্রতি সপ্তাহে সপ্তাহে দামি রেস্টুরেন্টে না খেয়ে হাজার হাজার ক্ষুধার্ত শিশুর খাবারের ব্যবস্থা করে দিয়েছি।’
সাদিও মানের শেষ ইচ্ছা হচ্ছে, মৃত্যুর পর যাতে তিনি যাদের সাহায্য করেছেন তারা যেন তাঁকে স্মরণ করেন। এতেই শান্তি পাবেন এই তারকা ফুটবলার।