দিলির পর এবার উত্তাল মেঘালয়, কা’রফিউ জারি – ইন্টারনেট বন্ধ !!
দিল্লির আঁচ এবার পৌঁছে গিয়েছে মেঘালয়ে। গতকাল থেকে সিএএ বিরোধী আ’ন্দোলনে উত্তাল হয়ে উঠেছে উত্তর পূর্বের এই রাজ্য।
বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এবার সংঘ’র্ষ হয়েছে ভারতের মেঘালয় রাজ্যে। সেখানে খাসি ছাত্র সংগঠন এবং অ-উপজাতিদের সম্প্রদায়ের সংঘ’র্ষে এক জন নিহত হয়েছেন। নিহত সেই যুবক খাসি ছাত্র সংসদের সদস্য বলে জানা গেছে।পরিস্থিতি মোকাবেলায় শিলংয়ে জারি করা হয়েছে কা’র্ফু। ৬ জেলায় বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট।
সোশ্যাল মিডিয়ার অ’পব্যবহার করে সা’ম্প্রদায়িক বি’দ্বেষ ছড়িয়ে আ’শঙ্কায় পূর্ব খাসি পাহাড়, পশ্চিম খাসি পাহাড়, দক্ষিণ পশ্চিম খাসি পাহাড়, রি ভোই, পূর্ব জৈন্তিয়া পাহাড় এবং পশ্চিম জৈন্তিয়া পাহাড় জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা নি’ষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সংঘ’র্ষ চলাকালীন বাজার সংলগ্ন একটি খড়ের গাদায় আ’গুন ধরিয়ে দেয় বি’ক্ষোভকারীরা। এছাড়া গাড়ি ভাঙ’চুরসহ বেশ কয়েকটি বাড়িতেও আ’গুন জ্বা’লিয়ে দেয়ার চেষ্টা করে তারা। বি’ক্ষোভ ঠেকাতে গিয়ে আ’হত হয়েছেন পুলিশ কর্মকর্তাসহ আরো অনেকে।