দিল্লিতে যে সহিংসতা হচ্ছে তা বাংলায় হতে দেবো না – মমতা !!
উত্তরপ্রদেশ, দিল্লি চাই না, দাঙ্গা চাই না, ভাত চাই’, দিল্লি হিংসাকে সামনে রেখে আজ কালিয়াগঞ্জের সভা থেকে বিজেপির উদ্দেশে এভাবেই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিলেন, দিল্লিতে যা হচ্ছে, তা বাংলায় হবে না। বাংলা দিল্লি নয়।
আর এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন, বাংলার মাটিতে হিংসার কোনও স্থান নেই। দিল্লির ঘটনার জন্য আন্তরিক দুঃখপ্রকাশ করেন তিনি। সেইসঙ্গে নারীশক্তিকে উদ্দীপ্ত করতে তাঁর পরামর্শ, ‘হাতা-খুন্তি নিয়ে যেমন রান্নাঘরে কাজ করেন, তেমন কেউ বাড়িতে গিয়ে কোনও জুলুম করলে, সেগুলো নিয়ে রুখে দাঁড়ান।’
এদিন কালিয়াগঞ্জের সভা থেকে নাগরিকত্ব নিয়ে সকলকে আশ্বস্ত করেছেন মমতা। তাঁর কথায়, ‘কেউ নাগরিকত্ব কাড়তে পারবে না। নাগরিকত্ব নতুন করে দেওয়ার দরকার নেই, আপনারা সবাই নাগরিক। বিজেপির কথায় ভুল বুঝবেন না। কেউ চিন্তা করবেন না, যে কোনও বিপদে আপনাদের পাশে পাবেন এই দিদিকে।’
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ সংখ্যালঘু এলাকা, তার উপর বাংলাদেশ সীমান্ত খুব দূরে নয়। কাজেই এখানে (সিএএ)এন আরসি নিয়ে চিন্তার ছায়া পড়বে, সেটা স্বাভাবিক। আর সেকথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী তাঁদের আশ্বস্ত করে একথা বলেন।