দিল্লি দখলে মরিয়া হয়ে নেমেছে গেরুয়াশিবির !!
দিল্লির বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার বিকালে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা জানান, এক দফায় হবে দিল্লি বিধানসভার ভোট।
৮ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। গণনা হবে ১১ ফেব্রুয়ারি। দিল্লিতে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৬ লাখ। ৭০টি বিধানসভা কেন্দ্রে মোট বুথ সংখ্যা ১৩ হাজার ৭৫০টি।
কমিশন জানিয়েছে, আজ থেকেই নির্বাচনের দর্শ আচরণবিধি কার্যকর হবে দিল্লিতে। ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছিল দিল্লি বিধানসভার মেয়াদ। তার আগেই ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ করে নতুন বিধানসভা গঠন করতে হতো।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, কমিশনের বিধি অনুযায়ী বুথগুলোতে যা যা ব্যবস্থা থাকার কথা, তা-ই রাখা হবে দিল্লির ১৩ হাজার ৭৫০টি বুথে। ১৪ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি হবে ভোটের।
২১ জানুয়ারি মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। কেন্দ্রীয় বাহিনী দিয়েই হবে দিল্লির ভোট। গতবার ভোটে ক্লিন সুইপ করেছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ৭০টির মধ্যে ৬৭টি বিধানসভায় জিতেছিল তারা। এবারের ভোটে লড়াই বিজেপি বনাম এএপির।
দিল্লি দখলে মরিয়া হয়ে নেমেছে গেরুয়াশিবির। দু’সপ্তাহ আগে নির্বাচনী প্রচারের সূচনা করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভায় ৩০০-র বেশি আসন পাওয়ার পরও রাজ্যগুলোর ভোটে বিশেষ ভালো ফল হয়নি বিজেপির।
হরিয়ানায় একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি পদ্মশিবির। হারাতে হয়েছে মহারাষ্ট্রীর মসনদ। ডিসেম্বরে ঝাড়খন্ড ভোটেও ভরাডুবি হয় বিজেপির। সেদিক থেকে দিল্লির ভোট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে।