দিল্লীর স’হিং’সতা নিয়ে যে কবিতা লিখে প্র’তিবাদ জানালেন মমতা !!
দিল্লির সহিংসতা নিয়ে নিয়ে কবিতা লিখলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ‘ন’রক’ নামে ওই কবিতাটি বাংলা, হিন্দি ও ইংরাজি-তিনটি ভাষাতেই লিখেছেন তিনি৷ বুধবার ফেসবুকে কবিতাটি পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী৷
কবিতাটি পাঠকদের উদ্দ্যেশ্যে নিচে তুলে ধরা হলোঃ
কোথায় আছি?
কোথায় চলেছি?
স্বর্গ পেরিয়ে ন’রকে!
চলে গেল কত কত প্রা’ণ
ফিরবে না আর কোনদিন।
ঝরলো র’ক্ত,
পড়লো লা’শ!
জ্ব’লছে ক্রো’ধের আ’গুন,
হোলির আগেই
র’ক্তের হোলি
মনুষ্যত্ব বড় করুণ!
ঠিকানার লড়াই
হারিয়ে যাচ্ছে
ব’ন্দুকের নলের তু’ফানে দেশ,
শান্ত দেশ
অ’শান্ত হল-
গণতন্ত্র কি তবে শেষ?
কে দেবে এর উত্তর?
আর কি হবে সমাধান!
তুমি- আমি নীরব-বধির
ন’রক হল পীঠস্থান ।।