দুই বিয়ে করতে চান জামাল ভূঁইয়া !!
বেশ কিছুদিন আগেই জামাল ভুঁইয়ার বিয়ের ছবি যেন ঘুরে টাইমলাইনে। এরপরেই এই নিয়ে শুরু হয়ে যায় আলোচনার। এবার তো তিনি বলেই দিলেন যে তিনি ২ বিয়ে করতে চান।
এই ব্যাপারে তিনি বলেন ,’ আমার বউ আমার বাবার বন্ধুর মেয়ে। জার্মানীতে আমাদের দুজনের পরিচয়। কয়েক বছরের সম্পর্কের পর পরিবারের ইচ্ছাতেই বিয়ে হয়েছে। মা-বাবা খুব চাচ্ছিলো যেন বিয়ে করি। তাই করে ফেলা।
বিয়ের করা বউয়ের নাম প্রকাশ না করলেও তাদের ভবিষ্যত পরিকল্পনা জানাতে ভুল করেননি। তিনি বলেন, আমি তো চাই চার সন্তানের বাবা হতে। বউ চায় দুজন। দুই বিয়েই করতে চাই আমি।’