দুবাইয়ে স্বাভাবিক নিয়মে ফিরছে শতভাগ ব্যবসা প্রতিষ্ঠান !!
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আজ বুধবার ৩ জুন ২০২০ থেকে ব্যবসা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে ফিরছে ।শপিংমল , দোকানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠামে শতভাগ লােক যাতায়াতের অনুমতি দেওয়া হয়েছে ।
গত ২ জুন আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের অনুমতিক্রমে দুবাইয়ের সং’কট ও দু’র্যোগ পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত জানায়।
মহা’মারী করােনাভা’ইরাসের সং’ক্রমণ প্রতিরােধে বাণিজ্য নগরী দুবাইসহ সারাদেশে নানা কর্মসূচি পালিত হয় । দেশটির বিভিন্ন স্থানে লকডাউনসহ বিশেষ পদক্ষেপ নেওয়া হয় । এখনাে দুবাই ছাড়া সারাদেশের শপিংমলে ৩০ শতাংশ জনসমাগমের অনুমতি রয়েছে ।