দেখে নিন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পূর্ণ সূচি !!
পাকিস্তানের বিপক্ষেই পূর্ণ সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। এই সিরিজের আগেই দুই দল নেওয়া শুরু করেছে প্রস্তুতি। এক নজরে দেখে নেওয়া যাক এই সিরিজের পূর্ণ সূচীঃ
বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সূচি জানুন
২৪ জানুয়ারী- প্রথম টি-টিয়েন্টি
২৫ জানুয়ারী- দ্বিতীয় টি-টিয়েন্টি
২৭ জানুয়ারী- তৃতীয় টি-টিয়েন্টি
৭-১১ ফেব্রুয়ারী- প্রথম টেস্ট
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে
৫-৯ এপ্রিল- ২য় টেস্ট
উল্লেখ্য, বহু জল্পনা-কল্পনা শেষেই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছেন সাকিব-তামিমরা।